২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা যেন কাটছেই না! নির্ধারিত সময়ের মধ্যেই স্টেডিয়াম সংস্কার অসম্ভব বলে দাবি করেছে দেশটির শীর্ষ গণমাধ্যম ডন। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির তিন ভেন্যুর সংস্কার কাজ এখনো অসম্পূর্ণ, অথচ ৩১ জানুয়ারির মধ্যে কাজ শেষ করার শেষ সময়সীমা প্রায় ফুরিয়ে এসেছে।
বিশ্বমানের অবকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ‘মাঠগুলোতে খেলা আয়োজন সম্ভব হবে, তবে বিশ্বমানের যে অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে,’ বলেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
এদিকে, আইসিসি-তে টালমাটাল পরিস্থিতির মধ্যেই পদত্যাগ করেছেন সংস্থাটির সিইও জিওফ অ্যালারডাইস। পাকিস্তানের প্রস্তুতি নিয়ে স্পষ্ট অবস্থান জানাতে ব্যর্থ হওয়াটাই তার পদত্যাগের পেছনে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।