শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

কারও কাছে চাঁদা চাইনি, চাইবও না : জামায়াত আমির..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পঠিত হয়েছে
জয়পুরহাটে কর্মী সম্মেলনে বক্তব্য দেন জামায়াতের আমির। ছবি : Max tv bd

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের হাতে কারও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি, লুণ্ঠনও হয়নি। আমরা কারও কাছ থেকে চাঁদা চাইনি, চাঁদা চাইবও না ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট শহরের সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখা আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দল ও ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। যেই তারুণ্যের বুকের রক্তের বিনিময়ে জাতি আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, আমরা সেই তারুণ্য নির্ভর, ফ্যাসিবাদমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি বলেন, বিতাড়িত ফ্যাসিবাদ সাড়ে ১৫ বছরে দেশের মানুষকে শুধু খুন, গুম, উপহার দিয়েছে। যার ফলশ্রুতিতে তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। যারা অপরাধ করেছে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, বৈষম্য সৃষ্টি করেছে, মানুষ হত্যা করেছে, মানুষকে দিনের পর দিন অত্যাচার করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে।

জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ বিচারের নামে জামায়াতের ১১ জন পরীক্ষিত নেতাকে ফাঁসি দিয়েছে। ১৫ বছরে মামলা, হত্যা, চোখে গুলি করে অন্ধ করে দেওয়া, পায়ে গুলি করে মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে। ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশকে নরকে পরিণত করা হয়েছিল।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ২ কোটি ভুয়া ভোটার তৈরি করেছে। এ সব ভোটার অবিলম্বে বাতিল করতে হবে। ভোটার তালিকা হালনাগাদ করে যৌক্তিক সময়ে সংস্কার শেষে নির্বাচন করতে হবে। যারা রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, তাদের কখনোই ক্ষমা করা হবে না। শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।

তিনি আরও বলেন, এ দেশে যদি মসজিদ পাহারা না দিতে হয়, তাহলে কেন অন্য ধর্মের মন্দির, প্যাগোডা, গির্জা পাহারা দিতে হবে। বাংলাদেশ সব ধর্ম বর্ণের অসাম্প্রাদিক দেশ। সবায় দেশের নাগরিক। জামায়াতে ইসলামী দেশের সব মানুষকে মানবিক মর্যাদা দিয়ে ও তাদের ভালোবাসা নিয়ে আগামীতে দেশ পরিচালনা করতে চায়।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ডা. ফজলুর রহমান সাঈদ। সমাবেশে আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চলের পরিচালক মো. রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় মসলিশে শূরার সদস্য মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম, জেলা আমির আব্দুল হক, সিরাজগঞ্জ জেলা আমির শাহিনুর আলম, জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল ইসলাম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশিদ প্রমুখ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর