ভোলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আগুন দেওয়া হয়েছে পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাসে। ভাঙচুর করা হয়েছে কমপক্ষে ৩০টি সিএনজিচালিত অটোরিকশা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাস পুড়ে যায়। ভাঙচুর করা হয় ৩০টি সিএনজিচালিত অটোরিকশা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনীসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হারুন বলেন, এ ঘটনা বাস মালিক সমিতির পরিকল্পিত। আগে ডিপোর সব বাস সরিয়ে নিয়ে চরফ্যাশন ও লালমোহন থেকে ভাড়াটিয়া শ্রমিক এনে ডিপোতে রাখা আমাদের অটোরিকশাগুলো ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। আমরা ডিপোর পাসে থাকা ফায়ার সার্ভিসকে ডাকাডাকি করলেও তারা আসেনি।
অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার Max tv bdকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কতজন হতাহত হয়েছে আমরা এখনো নিরূপণ করতে পারিনি।