রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

নড়াইলে সাংবাদিককে হুমকি..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পঠিত হয়েছে
ভুক্তভোগী প্রথম আলোর নড়াইল প্রতিনিধি মো. রাজু শেখ। ছবি : Max tv bd

সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর নড়াইল প্রতিনিধি মো. রাজু শেখকে হুমকি দেওয়া হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে হুমকির ঘটনায় নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।

জিডি সূত্রে জানা গেছে, গত শনিবার (২৫ জানুয়ারি) সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ ও কলেজের পূর্ব পাশের ফটকের পাশের একটি ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটে। পেশাগত দায়িত্ব অনুযায়ী ওই ঘটনায় সংশ্লিষ্ট সবার বক্তব্য নিয়ে অফিসে সংবাদ পাঠান তিনি। রাত সাড়ে ১০টার দিকে ওই সংবাদটি প্রথম আলোর অনলাইনে প্রকাশিত হয়। এরপর রাত ১১টা ২৫ মিনিটে অপরিচিত একটি নম্বর থেকে রাজুকে ফোন করে অজ্ঞাতনামা এক ব্যক্তি ভাঙচুরের সংবাদ প্রকাশ করার কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করেন।

সাংবাদিক মো. রাজু শেখ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হুমকির শিকার হয়েছি। এ হুমকি শুধু মতপ্রকাশের স্বাধীনতায় আঘাত নয়, বরং গণতন্ত্র এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছি। আমি আশা করি, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনবে।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে নড়াইলে কর্মরত সাংবাদিকরা। তারা বলছেন, এ হুমকি একজনের প্রতি নয়, বরং আমাদের সবার প্রতি। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ওপর আঘাত। সংবাদে কোনো সমস্যা থাকলে আইন অনুযায়ী সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু সত্য ঘটনার সংবাদ প্রকাশ করায় এ ধরনের হুমকি কোনোভাবেই মানা যায় না। আমরা নড়াইল জেলার সাংবাদিকরা ঐক্যবদ্ধ আছি। সাংবাদিকতার ওপর যে কোনো হুমকি এলে তা প্রতিহত করা হবে।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, জিডির বিষয়টি আন্তরিকতার সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর