রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

‘দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে নিরাপদ সড়ক চাই’

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩১ বার পঠিত হয়েছে
মতবিনিময় সভায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ছবি : Max tv bd

নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। নিরাপদ সড়ক চাই-এর সদস্যরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ সংগঠন নিরাপদ সড়ক গড়তে অগ্রণী ভূমিকা পালন করার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে। তিনি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া শহরের একটি মোটেলে মতবিনিময় সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের জেলা ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, মহাসচিব এসএম আজাদ হোসেন, বগুড়ার উপদেষ্টা রোটারিয়ান মোস্তাফিজুর রহমান ও সহসভাপতি মাহমুদ শরীফ মিঠু।

নিসচা বগুড়ার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী শিপন, সাংগঠনিক সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার নিপু, অর্থ সম্পাদক জাহিদুর রহমান, জিল্লুর রহমান, জিয়াউর রহমান, আনছার আলী প্রমুখ।

মতবিনিময় সভা শেষে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের হাতে সেলাই মেশিন প্রদান করা হয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর