রাজধানী ঢাকার তেজগাঁওয়ে অনুষ্ঠিতব্য কুতুববাগ দরবার শরিফের ওরস স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে দরবারের পীর ও শাহ সূফী হজরত সৈয়দ জাকির শাহ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ তথ্য জানানো হয়।
একপর্যায়ে উত্তেজিত জনতা আনোয়ারা মাঠের সামনে গড়ে তোলা ওরসের গেট ও পেন্ডেলের সামনেও ভাঙচুরের চেষ্টা চালান। তখন আলেমরা তাদের বাধা দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সড়ক থেকে তাদের সরে যেতে বলে। পরবর্তীতে আবারও তেজগাঁও কলেজের সামনে অবস্থান নেন স্থানীয় আলেম-ওলামা ও এলাকাবাসী।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ও শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর ফার্মগেট ৩৪ ইন্দিরা রোড কুতুববাগ দরবার শরিফের বার্ষিক ওরস অনুষ্ঠিত হবার কথা ছিল। দরবারসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।