ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আলামিন সিকদার শিহাবের মা দেলোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টা ৩৯ মিনিটে হৃদরোগজনিত সমস্যার কারণে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
উল্লেখ্য, দেলোয়ারা বেগম ছিলেন একজন সৎ ও পরোপকারী মানুষ। তার বিদেহী আত্মার শান্তির জন্য সবাইকে দোয়ার অনুরোধ জানাচ্ছি।