আগামী ফেব্রুয়ারি থেকে দেশের ৪২৪টি উপজেলায় বিশেষ ওএমএস কার্যক্রম চালাবে সরকার। এর আওতায় ৩০ টাকা দরে জনপ্রতি ৫ কেজি চাল পাবেন ক্রেতারা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও বলা হয়, এর বাইরে এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, আটটি সিটি করপোরেশন ও শ্রমঘন চারটি (ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর) জেলার ৯০৬টি কেন্দ্রে দৈনিক এক টন করে ৯০৭ টন (সচিবালয় কেন্দ্রে দৈনিক দুই টন) করে চাল বিক্রি করা হবে।
সবশেষে বলা হয়, জনপ্রতি ৫ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করা হবে।