রাজশাহী নগরের হড়গ্রাম ব্যাংকপাড়ার বাসিন্দা সুজন ইসলামের বাড়ির উঠোনে অসুস্থ অবস্থায় পড়ে ছিল একটি ঈগল। অসুস্থ ঈগলটি নিয়ে কী করবেন ভেবে না পেয়ে সুজন ফোন করেন থানায়। পরে নগরের কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ ঈগলটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে।
সোমবার (২৭ জানুয়ারি) এ ঘটনা ঘটে।
থানায় ঈগলটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ছাড়া প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজশাহী বনবিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বিভাগীয় বনবিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির থানা থেকে ঈগলটি গ্রহণ করেন। বনবিভাগ ঈগলটির চিকিৎসার ব্যবস্থা করবে বলে তিনি পুলিশকে জানিয়েছেন।