রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

চার নারী সেনা ফিরে পাচ্ছে ইসরায়েল..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৩০ বার পঠিত হয়েছে
বাঁ থেকে কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নায়ামা লেভি ও লিরি আলব্যাগ। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ শনিবার (২৫ জানুয়ারি) চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেবে হামাস। এই সেনারা হলেন কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নায়ামা লেভি ও লিরি আলব্যাগ। এদের মধ্যে প্রথম তিনজনের বয়স ২০ ও বাকি একজনের বয়স ১৯।

ইসরায়েল সরকার সেনাদের পরিবারকে জানিয়েছে, মুক্তির জন্য তারা প্রস্তুত। ইসরায়েল আশা করেছিল, আরবেল ইয়েহুদ নামে একজন নারী বেসামরিক বন্দি মুক্তি পাবেন। তবে ইয়েহুদকে হামাস আটক করেনি, আটক করেছে প্যালেস্টানিয়ান ইসলামিক জিহাদ। তাই তিনি এ মুক্তির তালিকায় নেই।

এ দিকে হামাস আশা করছে, ইসরায়েল ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। যাদের মধ্যে ১২০ জন আজীবন সাজাপ্রাপ্ত ও ৮০ জন দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত বন্দি রয়েছে।

চুক্তি অনুসারে, ইসরায়েল একেকটি নারী সেনার জন্য ৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। তবে, এখনও ইসরায়েল নিশ্চিত করেনি কোন বন্দির মুক্তি হবে। তথ্য: সিএনএন

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর