রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

নেইমার কোথায় যাবেন এরপর? বার্সা পরিচালক ডেকোর ভবিষ্যদ্বাণী..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পঠিত হয়েছে
নেইমার জুনিয়র (বাঁয়ে) ও ডেকো (ডানে)। ছবি : সংগৃহীত

ফুটবলবিশ্বে নেইমার জুনিয়র এক বিস্ময়কর নাম। তবে সাম্প্রতিক বছরগুলোতে তার ক্যারিয়ার বারবার বাধাপ্রাপ্ত হয়েছে চোটের কারণে। সৌদি প্রো লিগের দল আল-হিলালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নেইমারের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা গুঞ্জন। বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো সম্প্রতি জানিয়েছেন, নেইমার বিশ্বের যেকোনো ক্লাবে খেলার যোগ্য এবং তিনি আবার ফুটবলে ফিরতে পারলেই সবার মুখে হাসি ফুটবে।

২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে আল-হিলালে যোগ দিলেও নেইমারের সময়টা ভালো কাটেনি। মাত্র সাতটি ম্যাচ খেলা এই ব্রাজিলিয়ান তারকার চুক্তি শেষ হতে চলেছে চলতি মৌসুমের শেষে, এবং বাজারে গুঞ্জন সৌদি ক্লাবটি চুক্তি নবায়নে আগ্রহী নয়।

গুঞ্জন রয়েছে, নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যেতে পারেন। আবার অনেকে বলছেন, তিনি হয়তো বার্সেলোনায় ফিরে আসবেন। তবে ডেকো এই বিষয়ে খুব একটা আশাবাদী নন।

টিএনটি স্পোর্টস ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেকো বলেন, ‘নেইমারের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা সবসময়ই দূরের ব্যাপার ছিল। সৌদি আরবে যাওয়ার পর থেকেই আমরা জানি, তিনি একজন ব্যয়বহুল খেলোয়াড়। বিশেষ করে, আর্থিক নিয়মাবলী মেনে চলা এখন বড় বিষয়।’

ডেকো আরও যোগ করেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নেইমার আবার ফুটবল খেলতে পারে। তাতে সে নিজে যেমন খুশি হবে, তেমনি অন্যদেরও আনন্দ দেবে। আমি জানি না, সে এরপর কী করবে। তবে তার সুখটাই সবচেয়ে জরুরি।’

আল-হিলাল কোচ হোর্হে জেসুস ইতোমধ্যেই জানিয়েছেন, নেইমার সৌদি প্রো লিগের দ্বিতীয়ার্ধে খেলবেন না। তাকে শুধুমাত্র এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলানো হবে। ফলে জানুয়ারিতেই ক্লাব বদলের সম্ভাবনা প্রবল।

কোথায় হবে নেইমারের পরবর্তী গন্তব্য—সান্তোস, বার্সেলোনা, নাকি অন্য কোনো ক্লাব? সময়ই এই প্রশ্নের উত্তর দেবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর