রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

গোপনে আপনার ফেসবুক প্রোফাইল কারা দেখছে, জানা যায় কি..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

‘জেনে নিন আপনার ফেসবুক প্রোফাইল কে দেখছেন’, সম্প্রতি এমন শিরোনামে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে কয়েকটি ধাপ অনুসরণ করে জানা সম্ভব কারা আপনার ফেসবুক প্রোফাইল দেখছে।

তবে কোনো ব্যবহারকারীর পক্ষেই তার ফেসবুক প্রোফাইলে ভিজিট করা ব্যক্তিকে দেখা সম্ভব নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার জানায়, তাদের টিমের অনুসন্ধানে জানা গেছে, নীরবে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করছে কে, তা জানা সম্ভব নয় বরং এ ধরনের কোনো সুবিধা ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীদের দেয় না।

মূলত এ-সংক্রান্ত দাবি সংবলিত প্রতিবেদনটিতে প্রোফাইল পরিদর্শনকারীর তালিকা বের করার যে কৌশল দেখানো হয়েছে, সেটি ভিন্ন ভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে প্রয়োগ ও বিশ্লেষণের মাধ্যমে এই পদ্ধতি কার্যকর নয় বলে প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার।

এ ছাড়া প্রোফাইল পরিদর্শনকারীর তালিকা দেখা সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষ তাদের হেল্প সেন্টারে জানিয়েছে, ‘ফেসবুক ব্যবহারকারীদের তাদের প্রোফাইল কে দেখছে, তা ট্র্যাক করতে দেয় না। থার্ড পার্টি অ্যাপগুলোও এই কার্যকারিতা দিতে অক্ষম।’

উল্লেখ্য, বাংলাদেশের গণমাধ্যমগুলোর মধ্যে এ বিষয়টি নিয়ে প্রথম দিকে ‘জানতে চান কে দেখল আপনার ফেসবুক প্রোফাইল?’ শীর্ষক শিরোনামে ২০১৬ সালের ৮ মে শীর্ষ একটি প্রত্রিকার অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন গণমাধ্যম এ তথ্যটি প্রচার হয়ে আসছে।

এসব তথ্যের সত্যতা অনুসন্ধানে ২০২২ সালে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর