সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

দেওবন্দের মাওলানা আরশাদ মাদানী ৫ দিনের সফরে বাংলাদেশে..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পঠিত হয়েছে
শারীরিক প্রতিবন্ধী সবুজ কুমার মাহাতো। ছবি : Max tv bd

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, আমিরুল হিন্দ আওলাদে রাসুল আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী ৫ দিনের সফরে বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশে আগমন করেছেন।

গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব ও মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী মাদ্রাসা মানিকনগর, ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি ইমরানুল বারী সিরাজী।

তিনি বলেন, বুধবার বেলা পৌনে ১২টায় এয়ার ইন্ডিয়াযোগে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে উত্তরা জামিয়াতুন নুর আল ইসলামিয়াতে আগমন করেন। তিনি দুপুরের খাবার, বিশ্রাম, বাদ আসর বাইয়াত ও খতমে বুখারি জলসায় বয়ান করবেন। বসুন্ধরায় ড. মুফতি গাজী জহিরুল ইসলাম সাহেবের বাসায় রাত্রিযাপনের কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালের নাস্তা মুফতি জহিরুল ইসলামের বাসায়। সকাল সাড়ে ৯টায় বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে খতমে বুখারি জলসায় বয়ান। ১১টায় জামিয়া মাদানিয়া বারিধারায় খতমে বুখারি মাহফিলে বয়ান। সেখান থেকে নারায়ণগঞ্জ ভুঁইগড় উদ্দেশ্যে রওয়ানা। ভুঁইগড় মাদ্রাসায় দুপুরের খাবার ও বিশ্রাম। বাদ আসর সংক্ষিপ্ত নসিহত ও দোয়া। অতঃপর মাদানী নগর মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা। সেখানে খতমে বুখারি মাহফিলে বয়ান, বাইয়াত, খাবার ও রাত্রিযাপন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালের নাস্তা পরীবাগ মরহুম হাজি আব্দুল মান্নান সাহেবের বাসায়। অতঃপর জামিয়া মাদানিয়া কোলাপাড়া শ্রীনগর মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা। জুমার পূর্বে খতমে বুখারি মাহফিলে বয়ান। জুমার নামাজ আদায়, খাবার ও বিশ্রাম। সেখান থেকে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের উদ্দেশ্যে রওয়ানা। পথে ধানমন্ডি হাফেজ কমর সাহেবের বাসায় তাজিয়াতের জন্য আগমন। সন্ধ্যা ৮টায় আরজাবাদে খতমে বুখারী মাহফিলে বয়ান, দারুল উলুম দেওবন্দ বইয়ের মোড়ক উন্মোচন ও বাইয়াত, খাবার এবং রাত্রিযাপন।

শনিবার (২৫ জানুয়ারি) সকালের নাস্তা আরজাবাদ মাদ্রাসায়। অতঃপর বাগবাড়ি ইলমুল ইলাহি মাদ্রাসায় দোয়া। হেলিকপ্টার যোগে কাপাসিয়া খিরাটি মাদ্রাসায় আগমন, খতমে বুখারি মাহফিলে বয়ান। মাওলানা নাইম আহমদের বাসায় দোয়া। অতঃপর বি.বাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা। দারুল আরকাম মাদ্রাসার মাঠে অবতরণ, খতমে বুখারি মাহফিলে বয়ান। সেখান থেকে জামিয়া ইউনিসিয়া খতমে বুখারি মাহফিলে বয়ান, খাবার ও বিশ্রাম। অতঃপর ঢাকার উদ্দেশে হেলিকপ্টারযোগে রওয়ানা। উত্তরা মাহফিলে বয়ান। মোহাম্মদপুর আলহাজ সালেহ আহমদ সাহেবের বাসায় দোয়া। রাত্রিযাপন আরজাবাদ মাদ্রাসায়।

রোববার (২৬ জানুয়ারি) এয়ার ইন্ডিয়াযোগে দিল্লির উদ্দেশে রওয়ানা করবেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর