সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত জরুরি : কামাল আহমেদ..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পঠিত হয়েছে
রাজশাহী বিভাগের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদসহ অন্যরা। ছবি : Max tv bd

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা জরুরি। আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা আশা করা যায় না।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

কামাল আহমেদ বলেন, অষ্টম ওয়েজ বোর্ডের ফলে গণমাধ্যমের মালিকরা লাভবান হলেও সংবাদকর্মীদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সরকারের পাশাপাশি এ দুর্নীতিতে গণমাধ্যমের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদেরও ভূমিকা আছে।

তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলেও তা বাস্তবায়ন দেখিয়ে সাংবাদিক নেতারা স্বাক্ষর দিয়েছেন। ফলে সরকার চাইলেও এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া যায়নি।

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ওপর গুরুত্ব দিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, গত ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশে গণমাধ্যমের সংখ্যার যে বিস্ফোরণ ঘটেছে, তার চাহিদা নিয়ে প্রশ্ন রয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন আগামীতে যে সরকারই আসুক তাদের কাজে আসবে। সে লক্ষ্যে সবার মতামত নিয়ে সংস্কার কমিশন সুপারিশমালা তৈরি করছে।

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান ও মোস্তফা সবুজ উপস্থিত ছিলেন। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নিয়ে তাদের মতামত দেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর