ফায়ার সার্ভিসের ৩ ঘণ্টার চেষ্টায় মিরপুরের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রোববার (১৯ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, মিরপুর ৬-এর প্রশিকা মোড়ে জুতার ব্র্যান্ড বাটার একটি শোরুমে আগুন লাগে। রোববার মধ্যরাতে মিরপুর–৬ নম্বরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১২টা ২ মিনিটের দিকে পৌঁছান। ভবনটির নিচতলায় বাটা শোরুমের দোকান এবং ওপরে দুটি রেস্টুরেন্ট রয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।