বুকে ব্যথা নিয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) তার একান্ত সহকারী মির্জা হায়দার আলী এ কথা জানিয়েছেন।
তিনি আরও বলেন, ‘সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে এসেছিলেন। চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন।’
গতকাল সকালে গুলশানের বাসায় বুকে ব্যথা অনুভব করলে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, সব মামলা থেকে খালাস পাওয়ায় গত ১৬ জানুয়ারি দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হন বাবর।