নাইজেরিয়ার গ্যাসোলিনে পরিপূর্ণ একটি ট্রাক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে। রোববার দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। এর আগে উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারের সুলেজা এলাকায় শনিবার মর্মান্তিক এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এবং জরুরি পরিস্থিতি মোকাবিলা দপ্তরসূত্রে জানা গেছে, জেনারেটরের মাধ্যমে একটি ট্যাংকার ট্রাক থেকে অপর একটি ট্রাকে গ্যাসোলিন স্থানান্তরের সময় ঘটে এই বিস্ফোরণ হয়। এতে ওই দুই ট্রাকের কর্মী, তেল স্থানান্তর কর্মী এবং বেশ কয়েকজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন।
জরুরি পরিস্থিতি মোকাবিলা বিভাগের কর্মকর্তা হুসাইনি ইশা মার্কিন সংবাদমাধ্যমকে বলেন, “গ্যাসোলিন স্থানান্তরের সময় ঘটনাস্থলে মোটামুটি ভিড় ছিল। বহু মানুষ পুড়ে ছাই হয়ে গেছে। এ কারণে কত জন নিহত হয়েছেন— তা নির্দিষ্টভাবে নির্ণয় করা খুবই কঠিন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে ৮৬ জন নিহত হয়েছেন, তবে এই সংখ্যা আরও বেশিও হতে পারে।”
আরও পড়ুন : ইসরায়েলে ৩ জিম্মি ফেরার বিনিময়ে মুক্তি পেল ৯০ ফিলিস্তিনি
নাইজার রাজ্যের এফআরএসসি সেক্টর কমান্ডার কুমার সুকওয়াম বলেছেন, নিহতদের বেশিরভাগই হতদরিদ্র স্থানীয় বাসিন্দা। তারা ট্রাকটি উল্টে যাওয়ার পরে ছিটকে যাওয়া পেট্রোলটি সংগ্রহ করতে ছুটে এসেছিল। তিনি এক বিবৃতিতে বলেছেন, “ট্যাংকারটি আগুনে ফেটে যায় হাতাহতের এই ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৬০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।