রাজধানীর মিরপুরে জুতার ব্র্যান্ড বাটার একটি শোরুমে আগুন লেগেছে। রোববার (১৯ জানুয়ারি) মধ্যরাতে মিরপুর–৬ নম্বরে এ ঘটনা ঘটে। রাত ২টার দিকে এ প্রতিবেদন লেখার সময় আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, মিরপুর ৬-এর প্রশিকা মোড়ের বাটা শোরুমে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১২টা ২ মিনিটের দিকে পৌঁছান।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভানো চেষ্টা করছেন এবং আশপাশের ভবনে আগুন যাতে না ছড়ায় সেদিকে নজর রাখছেন।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।