চুয়াডাঙ্গার দর্শনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় ১১ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ২০০ জনকে আসামি করে দর্শনা থানায় মামলা দায়ের হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে মামলা দুটি রেকর্ড করা হয়। এ ঘটনায় রোববার (১৯ জানুয়ারি) ভোরে দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দর্শনা থানার সেকেন্ড অফিসার অনুজ কুমার গ্রেপ্তারের বিষয়টি Max tv bdকে নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট (৪৮), যুবদল নেতা মোহন হোসেন (৩০), শিপন মিয়া (২৮), রকিবুল হাসান ব্রাইট (৩৭), ছাত্রদল নেতা আরিফুল ইসলাম (২৫), মামুন (২৫) ও মিতুল (২৪)। বাকি ৪ জনের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি।
এ ঘটনায় শনিবার রাতে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মনির হোসেন ও সাজ্জাদ হোসেন নামে দুজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেন।
দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চোয়ারম্যান আহাম্মদ আলি জানান, এটা খুবই দুঃখজনক ঘটনা। তবে অপরাধ করলে কেউ রেহাই পাবে না।
দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট বলেন, আমিসহ ১১ জনকে জখম করা হয়েছে। সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দর্শনা থানার সেকেন্ড অফিসার অনুজ কুমার জানান, পৃথক দুটি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দর্শনা থানার ওসি শহীদ তিতুমির জানান, এ ঘটনায় দুটি মামলা রেকর্ড হয়েছে। প্রতিটা মামলায় ২০-২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে। তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।