সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

‘আওয়ামী লীগ ছিল চোরের দল’

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩০ বার পঠিত হয়েছে
লালমনিরহাটের পাটগ্রামে বিএনপির যৌথ কর্মিসভা। ছবি : Max tv bd

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেছেন, আওয়ামী লীগ ছিল চোরের দল। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন বিএনপি ও সব সহযোগী সংগঠনের আয়োজনে এক যৌথ কর্মিসভায় এসব মন্তব্য করেন তিনি।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের পক্ষে ৩১ দফা বাস্তবায়ন কল্পে যৌথ কর্মিসভাটি অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার হাসান রাজীব বলেন, আমরা ২০১৮ সালের ভোট দেখেছি; যেখানে দিনের ভোট রাতে হয়েছিল। ভোটের কালচারটাই নষ্ট করে দিয়েছিল শেখ হাসিনা সরকার।

সভায় বাউরা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। বাউরা ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোস্তাজীর লিমনের সঞ্চালনায় এ সভায় বাউরা অন্তত ১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সপিকার রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, উপজেলা বিএনপির সদস্য শওকত হায়াত প্রধান বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুর রহমান রাশেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরশ উল আজম বসুনিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ আলম রিফাত প্রমুখ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর