সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের সবশেষ পরিস্থিতি..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পঠিত হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ছবি : Max tv bd

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছ কেটে ফেলে এবং ফসলি জমি বিনষ্ট করে ভারতীয়রা। এ সময় বিজিবি স্থানীয়দের সঙ্গে নিয়ে তাদের এ কার্যক্রমকে রুখে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফ। বৈঠকের পর থেকে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চলছে বিজিবির নিয়মিত টহল ও সতর্ক অবস্থান।

রোববার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে সীমান্ত এলাকা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

জানা গেছে, বিজিবি-বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর বিরোধপূর্ণ এক হাজার ২০০ গজ কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। একই সঙ্গে সীমান্তের ওপারেও বিএসএফ সদস্যও নিয়মিত টহল দিচ্ছেন।

স্থানীয় কৃষক ফারুক ইসলাম বলেন, সীমান্ত এলাকা এখন স্বাভাবিক অবস্থায় আছে। কোনো উত্তেজনাকর পরিস্থিতি নাই।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. কামাল উদ্দীন বলেন, বাংলাদেশ সীমান্তের প্রান্তে ভারতীয়রা ঢুকে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। পরে বিজিবি ও স্থানীয় সাধারণ জনগণ মিলে তাদের এ অপচেষ্টা রুখে দেয়। বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক। আমাদের দৈনন্দিন সীমান্তের টহল কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর