বলিউড তারকা অর্জুন কাপুরের ওপর ছাদের সিলিং ভেঙে পড়েছে। সেই ঘটনায় নায়ক আহত হয়েছেন। তিনি ছাড়াও জখম হয়েছেন ছবির প্রযোজক জ্যাকি ভাগনানি ও পরিচালক মুদাসসির আজিজ। খবর : ফ্রি প্রেস জার্নাল
জানা যায় অর্জুন ও ভূমি পেডনেকর মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে তাদের আসন্ন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্য শুট করছিলেন। এরপর হঠাৎ করে একটি শব্দ হয়। তারপর দেখা যায় তাদের গায়ে ওপর থেকে ছাদের সিলিং ভেঙে পড়েছে। যার কারণে হাসপাতালেও যেতে হয় অর্জুনকে।
এদিকে নতুন বছরে বলিউডে একের পর এক অঘটন ঘটেই চলেছে। সম্প্রতি বলিউড তারকা সাইফ আলী খানের ছুরিকাহত হওয়ার ঘটনা ঘটে। এর মধ্যেই জানা গেছে- ছাদের চাঙড় ভেঙে গুরুতর জখম অর্জুন কাপুর।