বান্দরবানের আলীকদমে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং তারাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ও ছৈয়দ আকব্বর (৪৫)। তারা সবাই আলীকদমে সদর ইউনিয়নের বাজার পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আলীকদম থানার ডিউটি অফিসার এএস আই রনেশ বড়ুয়া বলেন, আলীকদম উপজেলার তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।