কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ছাত্রলীগ নেতা রজব সরকারসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ১টি বিদেশি চাকু উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভেড়ামারা-প্রাগপুর রোডের হাওয়াখালি নামক জায়গা থেকে তাদের আটক করা হয়। ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রকিবুল ইসলাম বিষয়টি Max tv bdকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, ছাগলের ব্যাপারী পাবনা কাশীনাথপুর এলাকার জহুরুল ও ঈশ্বরদীর শেখ পাড়ার মিন্টু দৌলতপুর থেকে ভেড়ামারায় গিয়েছিলেন। ভেড়ামারার হাওয়া খালি নামক স্থানে রজব সরকার ও দুর্জয় তাদের ভুয়া পুলিশ পরিচয়ে পথরোধ করে। অবৈধ মাল আছে বলে এ সময় তারা ব্যবসায়ীদের মারধর করে। একপর্যায়ে স্থানীয়রা ছিনতাইকারী দুই ভুয়া পুলিশকে বেঁধে রেখে পুলিশকে জানালে তারা গিয়ে রজব সরকারের কাছ থেকে ১টি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং দুর্জয়ের কাছ থেকে ১টি বিদেশি চাকুসহ আটক করে।
ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রকিবুল ইসলাম Max tv bdকে বলেন, বিদেশি অস্ত্র-গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।