শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

নেপালকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাঘিনীদের..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩০ বার পঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ জয়ে আসর শুরু করেছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। নেপাল নারী অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে আত্মবিশ্বাসী সূচনা করেছে বাঘিনীরা।

শনিবার (১৮ জানুয়ারি) প্রথমে ব্যাট করতে নেমে নেপালের ব্যাটাররা বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি। দলটি ১৮.২ ওভারে মাত্র ৫২ রানে অলআউট হয়। নেপালের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন সানা প্রবীন। বাংলাদেশের হয়ে জন্নাতুল মওয়া ৪ ওভারে ১১ রানে ২ উইকেট শিকার করেন। অনিসা আক্তার সোবাহ এবং ফাহমিদা ছোয়া নেন একটি করে উইকেট। ফিল্ডিংয়েও দারুণ পারফর্ম করে বাংলাদেশ, নেপালের ৫ ব্যাটার রান আউট হন।

৫৩ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ কিছুটা ধাক্কা খেলেও ১৩.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের হয়ে সাদিয়া ইসলাম ১৬ রান করেন। অধিনায়ক সুমাইয়া আক্তার করেন ১২ রান। আফিয়া আশিমার ৯ রানের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

নেপালের হয়ে রচনা চৌধুরী, রিয়া শর্মা, সীমানা কেসি এবং পুজা মাহাতো একটি করে উইকেট নেন।

এই জয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান নিলেও পরবর্তী ম্যাচগুলোতেও ধারাবাহিকতা ধরে রাখা জরুরি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর