সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

কুমিল্লায় চোর সন্দেহে তিন নারী আটক..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৮ বার পঠিত হয়েছে
চোর সন্দেহে তিন নারীকে আটক করেছে পুলিশ। ছবি : Max tv bd

কুমিল্লার নাঙ্গলকোটে চোর সন্দেহে তিন নারীকে আটক করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিম নগর উপজেলার দরমন্ডল গ্রামের রাজা মিয়ার মেয়ে নাজমা বেগম (৩০), একই গ্রামের আক্কাছ মিয়ার মেয়ে দিরালা বেগম (৩৫), ছোয়াব আলীর মেয়ে তাহমিনা আক্তার (২২)।

উপজেলা ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রাহেনা বেগম নামে এক নারী বলেন, আমার স্বামী রফিককে মেডিসিনের ডাক্তার দেখাতে বহির্বিভাগ থেকে টিকিট সংগ্রহ করি। ওই সময় অভিযুক্তদের মধ্যে একজন গলা টিপে ধরেন, অন্যজন কানের ধুল গলার চেইন চিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমি চোর বলে চিৎকার দেই। এ সময় হাসপাতালের লোকজন তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক Max tv bdকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চোর সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর