কুমিল্লার নাঙ্গলকোটে চোর সন্দেহে তিন নারীকে আটক করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিম নগর উপজেলার দরমন্ডল গ্রামের রাজা মিয়ার মেয়ে নাজমা বেগম (৩০), একই গ্রামের আক্কাছ মিয়ার মেয়ে দিরালা বেগম (৩৫), ছোয়াব আলীর মেয়ে তাহমিনা আক্তার (২২)।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক Max tv bdকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চোর সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।