সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

হবিগঞ্জে সাংবাদিক মিজানুর গ্রেপ্তার..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩০ বার পঠিত হয়েছে
গ্রেপ্তার সাংবাদিক মিজানুর রহমান। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে মিজানুর রহমান নামে এক আওয়ামী লীগপন্থি সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা করার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি Max tv bdকে নিশ্চিত করেছেন।

থানা সূত্র জানায়, মাধবপুর থানার এসআই শাহনুর ও তার ফোর্স অভিযান চালিয়ে মীরনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি মাধবপুর থানা পুলিশের হেফাজতে আছেন।

প্রসঙ্গত, মিজানুর রহমান স্থানীয় আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন। এছাড়া মাধবপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত আছেন।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন Max tv bdকে জানান, ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগের মামলায় দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর