সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

সাবেক এমপি রিপু ৫ মামলায় কারাগারে..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পঠিত হয়েছে
বগুড়া-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। ছবি : Max tv bd

বগুড়া-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুকান্ত সাহা ৫ মামলায় জামিনের আবেদন শুনানি শেষে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলাগুলোর মধ্যে ৪ আগস্ট বগুড়ায় পৃথক স্থানে ছাত্র জনতার মিছিলে গুলি, পেট্রল বোমা নিক্ষেপ, ককটেল বিস্ফোরণসহ সেলিম হোসেন এবং রিপন ফকিরকে হত্যা ও বিস্ফেরক দ্রব্যাদি আইনের পৃথক ৫টি মামলা রয়েছে। এই ৫ মামলা ছাড়াও তার বিরুদ্ধে হত্যাসহ আরও আটটি মামলা রয়েছে।

রাগেবুল আহসান রিপুর আইনজীবী আব্দুল লতিফ পশারি ববি জানান, এই ৫ মামলায় রাগেবুল আহসান রিপু ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল, সাবক এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সাবেক পুলিশ কর্মকর্তাসহ এজাহারে ৫৬৭ জন এবং অজ্ঞাত আরও ১৬৫০ আসামি রয়েছে।

এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বছরের ১৮ ডিসেম্বর রাতে র‌্যাব-১৪ এর একটি দল নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করে নেত্রকোনা সদর মডেল থানায় সোপর্দ করেন। পরে ২০ ডিসেম্বর সকালে তাকে বগুড়ায় আনা হয়েছে। পরে তিনি বগুড়া জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে প্রথমে শজিমেক হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন রাগেবুল আহসান রিপু।

গণঅভ্যুত্থানের আগের দিন গত ৪ আগস্ট বগুড়া শহরের কালিতলা এলাকায় সাবেক এই এমপি রাগেবুল আহসান রিপুর বাড়িতে কয়েক দফায় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ওইদিন থেকে সপরিবারে গা ঢাকা দেন তিনি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার সফল গণঅভুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩টি মামলা দায়ের করা হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর