শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু বরিশালের..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৯ বার পঠিত হয়েছে
তামিম-মালান সহজেই জয় এনে দিয়েছে বরিশালকে। ছবি : সংগৃহীত

ঢাকা ও সিলেট পর্বের পর বাংলাদেশের প্রিমিয়ার ফ্রাঞ্চাইজি লিগ বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে। বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএল এর ২১তম ম্যাচে ফরচুন বরিশাল ৮ উইকেট হাতে রেখে দারুণ জয় তুলে নিয়েছে। ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশাল মাত্র ১৬ ওভারেই ম্যাচ জিতে নেয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। তবে তাদের ইনিংসটা শুরু থেকেই ছন্দহীন ছিল। আগের ম্যাচে শতক হাঁকানো ওপেনার লিটন দাস মাত্র ১৭ বলে ১৩ রান করে আউট হন। অন্যদিকে, মুনিম শাহরিয়ার (০) ও কোৎজে (৮) তাড়াতাড়ি আউট হয়ে ঢাকাকে আরও চাপে ফেলে দেন।

মাঝের ওভারে সাব্বির রহমান (১০) এবং অধিনায়ক থিসারা পেরেরা (০) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। একমাত্র আরেক ওপেনার তানজিদ তামিমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬২ রান। শেষদিকে ফারমানউল্লাহ সাফি দলের হয়ে কিছুটা লড়াই করেন, ১৬ বলে ২২ রান করে। তবে বরিশালের বোলারদের দারুণ পরিকল্পনার সামনে ঢাকা ১৯.৩ ওভারে মাত্র ১৩৯ রানে অলআউট হয়ে যায়।

বরিশালের বোলারদের মধ্যে তানভীর ইসলাম ছিলেন দুর্দান্ত। ৩ ওভারে ৩৯ রানে ৩ উইকেট তুলে নেন তিনি। ফাহিম আশরাফ ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট এবং জাহানদাদ খান ৩.৩ ওভারে মাত্র ১৫ রানে ১ উইকেট নেন।

১৪০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ফরচুন বরিশালের শুরুটা ছিল আত্মবিশ্বাসী। ওপেনার তামিম ইকবাল ৪৮ বলে ৬১ রান করে দলের ভিত্তি গড়ে দেন। তার সঙ্গী নাজমুল হোসেন শান্ত (২) দ্রুত ফিরে গেলেও ডেভিড মালান দারুণ ব্যাটিং করেন। তিনি ৪১ বলে অপরাজিত ৪৯ রান করেন।

ম্যাচ শেষ করার সময় মালানের সঙ্গে ছিলেন জাহানদাদ খান, যিনি ৪ বলে অপরাজিত ১৩ রান করেন। বরিশাল ১৬ ওভারে ১৪৫ রান করে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

ঢাকার বোলাররা খুব একটা প্রভাব রাখতে পারেনি। থিসারা পেরেরা ৩ ওভারে ২৫ রানে ১ উইকেট নিলেও বাকিরা ছিলেন নিষ্প্রভ। এছাড়া অতিরিক্ত ১৫ রান দিয়ে ঢাকার বোলাররা নিজেদের চাপ আরও বাড়িয়ে তোলে।

এই জয়ের ফলে ফরচুন বরিশাল টেবিলের অবস্থান আরও মজবুত করেছে। অন্যদিকে, ঢাকার জন্য এটি ছিল আরও একটি হতাশাজনক পারফরম্যান্স। তাদের জন্য টুর্নামেন্টে ফিরে আসা এখন রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর