কুড়িগ্রামের রৌমারীতে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় যুবলীগ নেতা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রৌমারী থানার ওসি মো. লৎফর রহমান বিষয়টি Max tv bdকে নিশ্চিত করেছেন।
রৌমারী থানার ওসি লৎফর রহমান বলেন, গত বছরের ৪ আগস্ট কোটাবিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য ছাত্র-জনতার মিলে রৌমারী সরকারি কলেজ মাঠে সমবেত হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় গত বছরের ২৭ ডিসেম্বর ইসরাফিল হক নামে এক ব্যক্তি বাদি হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেন। যুবলীগ নেতা শফিকুল ইসলামকে অজ্ঞাত আসামি হিসেবে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ইতোমধ্যে এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।