মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

অবৈধভাবে সার বিক্রির দায়ে জরিমানা ও কারাদণ্ড..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৮ বার পঠিত হয়েছে
পিরোজপুরের নাজিরপুরে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে দুজনকে জরিমানা ও কারাদণ্ড। ছবি : Max tv bd

পিরোজপুরের নাজিরপুরে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে দুজনকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাতকাছিমা এলাকায় নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় নিবন্ধন বিহীনভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে উপজেলার সাতকাছিমিয়া গ্রামের মো. আলমগীর হোসেন শেখ ও একই এলাকার মো. লোকমান হোসেনকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়। এ (৫৮)কে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’- এর ৮ ধারার অপরাধে প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীনভাবে সার ব্যবসা পরিচালনাকারী মো. আলমগীর হোসেনের দোকান থেকে ১ হাজার ৬৩৫ কেজি ও মো. লোকমান হোসেনের দোকান থেকে ৬০০ কেজিসহ মোট ২ হাজার ২৩৫ কেজি বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়।

নাজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও আলাদা আলাদা মামলায় ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। তাদের দোকান থেকে ২ হাজার ২৩৫ কেজি বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তীতে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করে লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর