গাজীপুর সদর উপজেলায় কান্নার শব্দ শুনে মাটিচাপা দেওয়া অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গত সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা এলাকার ছামিট ক্যাডেট একাডেমির পেছন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নবজাতককে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।
ওসি আব্দুল হালিম বলেন, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেনের সঙ্গে যোগাযোগ করে রাত সাড়ে ১০টায় শিশুটিকে হস্তান্তর করা হয়েছে। নবজাতকের পরিচয় শনাক্ত এবং ঘটনা তদন্তে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।