সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

সরাইলে বিএনপির নতুন কমিটি নিয়ে উত্তেজনা, সভাপতি ঘণ্টাব্যাপী অবরুদ্ধ..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পঠিত হয়েছে
বিএনপির বর্তমান কমিটিকে কেন্দ্র করে উত্তেজিত নেতাকর্মীরা। ছবি : Max tv bd

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে বর্তমান সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরকে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা ভূমি অফিসে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার ও তার নেতৃত্বে কয়েকশ কর্মী জড়ো হয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন।

আনোয়ার হোসেন মাস্টার ও তার কর্মীরা জানান, বর্তমান সরাইল উপজেলা বিএনপির কমিটিটা একটা ঘরোয়া ও পকেট কমিটি। যে কমিটিতে স্থান পেয়েছে বেশির ভাগ অরাজনৈতিক ও অন্য দলের লোকজন।

কমিটির যুগ্ম সম্পাদক খন্দকার নাজমুল আলম খন্দকার মুন্না জানান, এ কমিটিতে বেশি স্থান পেয়েছে যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ছিলেন না। তাদের মধ্যে সাধারণ সম্পাদক ও সভাপতির পরিবারের লোকজনও ছিলেন না। এ কমিটি অনতিবিলম্বে বাতিল করে ত্যাগীদের সমন্বয়ে কমিটি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সরাইল থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও অন্য নেতাকর্মীদের সহায়তায় তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর