শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

বাবা হারালেন নির্মাতা রায়হান রাফী..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পঠিত হয়েছে
বাবা হারালেন নির্মাতা রায়হান রাফী। ছবি: সংগৃহীত

বাবা হারালেন দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। গতকাল রোববার (১২ জানুয়ারি) রাত আড়াইটার দিকে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বাবার নাম সিরাজ উদ্দিন চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।

রাফীর বাবার মৃত্যুর বিষয়টি একাধিক অভিনেতা-অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। তার মধ্যে অভিনেত্রী তমা মির্জা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নির্মাতার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, রায়হান রাফীর আব্বু আমাদের মাঝে আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে। আন্টির জন্য, রাফীর জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।

রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর