শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

পিএসএলে নাহিদের পর দল পেলেন লিটন ও রিশাদ..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৩০ বার পঠিত হয়েছে
লিটন দাস ও রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

পাকিস্তানের লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে পাকিস্তানি ক্রিকেটারদের ৩৯ জন বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। সেই তালিকায় সবার আগে দল পেয়েছেন টাইগারদের পেস সেনসেশন নাহিদ রানা। এবার নাহিদের সাথে দল পেলেন টাইগারদের উইকেট কিপার ব্যাটার লিটন দাস ও আরেক তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন।

সময়টা ঠিক অম্লমধুর যাচ্ছে লিটন দাসের। গতকাল (১২ জানুয়ারি) তিনি জায়গা হারিয়েছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে। কিন্তু দল থেকে বাদ পড়লেও তিনি বিপিএলে করেছেন দুর্দান্ত এক শতক। এবার সেই শতকের পাশাপাশি পেলেন আরেক সুখবন আসন্ন পিএসএলে সুযোগ পেয়েছেন তিনি। সিলভার ক্যাটাগরি থেকে তাকে দলে ভিড়িয়েছে করাচি কিংস।

বাংলাদেশের আরেক তারকা স্পিনার রিশাদ হোসেন ও পিএসএলেও দল পেয়েছেন। এর আগে বিগ ব্যাশে দল পাওয়া এই স্পিনার এবার পিএসএলে খেলবেন লাহোর ক্যালান্দার্সের হয়ে।

ড্রাফটে অবশ্য বাংলাদেশের দুই তারকা, সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান, প্লাটিনাম ক্যাটাগরিতে থাকলেও প্রথম ডাকে কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ পাননি। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় এবং হাসান মাহমুদরাও দল পাননি।

তবে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আশার খবর নিয়ে এসেছে গোল্ড ক্যাটাগরি। এই ক্যাটাগরি থেকে পিএসএলের সাবেক চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছে বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানাকে। পেশোয়ারে খেলেন পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমও।

বাংলাদেশি ক্রিকেটারদের ড্রাফটের উপস্থিতি ছিল বেশ ভালো। প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন ২ জন, ডায়মন্ড ক্যাটাগরিতে ৫ জন, গোল্ড ক্যাটাগরিতে ১১ জন এবং সিলভার ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন ২১ জন। তবে প্রথম ডাকে তাদের বেশিরভাগই অবিক্রিত থেকে গেছেন। এখনও সিলভার ক্যাটাগরির কাউকে ডাকা হয়নি।

ড্রাফটের শেষ পর্যায়ে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে এখনো দল পাওয়ার সুযোগ রয়েছে। তাই যারা প্রথম ডাকে দল পাননি, তাদের জন্য আশার আলো এখনও নিভে যায়নি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর