একসময় আফ্রিকা মহাদেশে উপনিবেশ গড়ে সম্পদ লুটে নিয়েছে ফ্রান্স। কিন্তু এখন রুখে দাঁড়াচ্ছে ফ্রান্সের উপনিবেশ থাকা বহু দেশ। সর্বশেষ ফ্রান্সের সেনা উপস্থিতির বিরুদ্ধে সোচ্চার চাদ সরকার। তাই এখন বাধ্য হয়ে চাদ থেকে সেনা প্রত্যাহার করছে ফ্রান্স।
একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ট্যাংক এবং অন্যান্য সামরিক সরঞ্জাম এনজামেনার বিমানঘাঁটি ১৭২ ফোর্ট-ল্যামি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। চাদ থেকে ফরাসি বাহিনী প্রত্যাহারের অংশ হিসেবে দেশ ছাড়ছে তারা। এর আগে চাদের সরকার জানায়, এ মাসের মধ্যে ফরাসি বাহিনীকে এই দেশ ছাড়তে হবে।
এর জবাবে চাদের প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস দেবি বলেন, ভুল জামানায় রয়েছেন মাখোঁ।
তবে সম্প্রতি এসব দেশ ফ্রান্সের সঙ্গে তাদের সহযোগিতার সম্পর্ক ছিন্ন করছে। আর তাই নাইজারের পর এবার চাদ ছাড়তে হচ্ছে ফ্রান্সের সেনাবাহিনীকে। ফ্রান্স টোয়েন্টিফোর এসব তথ্য জানিয়েছে।