লালমনিরহাট জেলা শহরে রেলের জমিতে অবৈধভাবে নির্মিত জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মৃত জহুরুল হক মামুনের মার্কেট গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার (১২ জানুয়ারি) অভিযান চালিয়ে অবৈধ মার্কেটটি উচ্ছেদ করা হয়।
জানা গেছে, আওয়ামী লীগের আমলে গায়ের জোরে আওয়ামী লীগ নেতা জহুরুল হক মামুন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের ভাতিজা সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন নেতা রেলের জমি দখল করে মার্কেট তৈরি করে। বারবার নোটিশ দেওয়ার পরও দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে মার্কেট নির্মাণ করে ভাগ-বাটোয়ারা করে নেন আওয়ামী লীগ নেতারা।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে সহকারী স্টেট অফিসার আব্দুর রাজ্জাক Max tv bdকে বলেন, রেলের জমিতে অবৈধ নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযানে নিয়মিতই অভিযান পরিচালনা করা হয়। একই দিন প্রায় রেলের এক একর জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলের জমিতে যত অবৈধ স্থাপনা আছে, পর্যায়ক্রমে সব স্থাপনা উচ্ছেদ করা হবে।