সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

আ.লীগ নেতার অবৈধ মার্কেট গুঁড়িয়ে দিল রেলওয়ে কর্তৃপক্ষ..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পঠিত হয়েছে
অবৈধভাবে নির্মিত আওয়ামী লীগ নেতার মার্কেট ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ছবি : Max tv bd

লালমনিরহাট জেলা শহরে রেলের জমিতে অবৈধভাবে নির্মিত জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মৃত জহুরুল হক মামুনের মার্কেট গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (১২ জানুয়ারি) অভিযান চালিয়ে অবৈধ মার্কেটটি উচ্ছেদ করা হয়।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে সহকারী স্টেট অফিসার আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে দিনব্যাপী ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। একই অভিযানে বিডিআর গেট রেললাইনের পাশে থাকা ১৭টি ফলের দোকানও উচ্ছেদ করা হয়েছে। অভিযানে রেলের প্রায় এক একর জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগের আমলে গায়ের জোরে আওয়ামী লীগ নেতা জহুরুল হক মামুন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের ভাতিজা সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন নেতা রেলের জমি দখল করে মার্কেট তৈরি করে। বারবার নোটিশ দেওয়ার পরও দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে মার্কেট নির্মাণ করে ভাগ-বাটোয়ারা করে নেন আওয়ামী লীগ নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে জেলা আওয়ামী লীগের নেতারা পালিয়ে যান। পরে রেলওয়ে বিভাগীয় কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে পরিচালনা শুরু করে।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে সহকারী স্টেট অফিসার আব্দুর রাজ্জাক Max tv bdকে বলেন, রেলের জমিতে অবৈধ নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযানে নিয়মিতই অভিযান পরিচালনা করা হয়। একই দিন প্রায় রেলের এক একর জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলের জমিতে যত অবৈধ স্থাপনা আছে, পর্যায়ক্রমে সব স্থাপনা উচ্ছেদ করা হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর