সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২৯ বার পঠিত হয়েছে
২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এবং জব্দ ট্রাক। ছবি : সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

শনিবার (১১ জানুয়ারি ) ভোর রাতে তেজগাঁওয়ের ফার্মগেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের নাম- মো. বশির হাসান (১৯) এবং মো. সাইফুল ইসলাম (২০)।

ডিবি সূত্রে জানা যায়, তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকা সংলগ্ন কারওয়ান বাজার থেকে এয়ারপোর্টগামী রাস্তার উপর কয়েকজন মাদক কারবারি গাঁজা বিক্রয় করার জন্য ট্রাকসহ অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের একটি টিম ওই স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। এ সময় বশির ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়। আসামিদের হেফাজত থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ডিবি জানায়, গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

ডিবি আরও জানায়, আসামিরা দীর্ঘদিন যাবত গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ফার্মগেট, কারওয়ান বাজারসহ ঢাকার বিভিন্ন এলাকার মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এ কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর