ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস)’ যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের (সিওয়াইবি) সরকারি বাঙলা কলেজ শাখায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী এইচএম সাইফুল ইসলাম সাব্বিরকে সভাপতি এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাফিজ আন্নান অর্ণব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) সিসিএসের নির্বাহী পরিচালক ও সিওয়াইবির সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র আগামী এক বছরের জন্য ৩০ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন।
মিডিয়া সম্পাদক কাজী আল তাজরীমিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহজাবীন তাসনীম তিশা, তথ্য সম্পাদক মো. আরমানুজ্জামান সৈকত, সহ-তথ্য সম্পাদক ইশতিয়াক আহমেদ। ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক সাদিয়া বিনতে আবু হানিফ, আইন সম্পাদক তামান্না তাসনিম সিমি। কার্যনির্বাহী সদস্য নওশীন শারমিলি, আবু মাহফুজ শুভ, আব্দুল মোমিন জিহাদী, মো. সরোয়ার, জাহিদ, কল্যাণী তনিমা রায় তন্বী, শোয়াইবুর রহমান, পাপিয়া আক্তার বর্ষা।