সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:২০ অপরাহ্ন

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৪৮ বার পঠিত হয়েছে
রুয়েট শিক্ষার্থী মেহেদী হাসান মুহিব। ছবি : সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজশাহী নগরীর এবেলা ছাত্রাবাসের নবম তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম মেহেদী হাসান মুহিব। তিনি রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি রংপুরে।

রাফি আল হাসান নামের রুয়েটের এক শিক্ষার্থী জানান, মুহিব ভাই ও আমি এলাকায় একই স্কুলে পড়াশোনা করতাম। উনি আমার স্কুলের বড় ভাই। আমাদের জেলা সমিতির সক্রিয় সদস্য ছিলেন তিনি। ভাই খুব উৎফুল্ল মনের মানুষ, কিন্তু কেন আত্মহত্যা করলেন আমরা জানি না। বন্ধুর মাধ্যমে জানতে পেরে রাতে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পাই। সেখানে রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ ও ফরেনসিক বিভাগের লোকজনও উপস্থিত ছিল।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি। আমরা মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেলের মর্গে রেখেছি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসে যে সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর