তথ্য ও বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পরবর্তী অনুষ্ঠানের কয়েকটি পর্ব, দর্শক উপস্থিতিতে ধারণকৃত অনুষ্ঠান বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে রাজা টংকনাথের বাড়িতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান ‘ইত্যাদি’ চলাকালে অবৈধভাবে হাজারো দর্শকের প্রবেশ, পর্যাপ্ত জায়গার সমস্যা, বিশৃঙ্খলা সৃষ্টি, চেয়ার ভাঙচুর ও মারামারি হলে অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এদিন সন্ধ্যার পর উপজেলার রাজা টংকনাথ বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
এতে পুলিশ বাধা দিলে এক পর্যায়ে উত্তেজিত হাজার হাজার দর্শক পুলিশের বাধা উপেক্ষা করে মূল ফটক ভেঙে এবং সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এতে পুলিশের সঙ্গে দর্শকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এর পরও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় একপর্যায়ে সবার জন্য ভেতরে প্রবেশ উন্মুক্ত হয়ে যায়। এরপর উপচে পড়া জনতার ভিড়ে দর্শকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা আরও বাড়লে, ঠেলাঠেলি, ভাঙচুর ও মারামারি শুরু হয়।
অনুষ্ঠান বন্ধের ঘোষণায় ‘ইত্যাদি’ উপস্থাপক হানিফ সংকেত বলেন, ‘অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। পারলাম না। আমি ব্যর্থ। দর্শকরা চলে যাওয়ার পর রাত ১০টায় পুলিশ, সেনাবাহিনীর সদস্য, ভলান্টিয়ার ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অল্পসংখ্যক দর্শকের উপস্থিতিতে ইত্যাদি অনুষ্ঠানের কয়েকটি পর্বের শুটিং সম্পন্ন করতে সক্ষম হন হানিফ সংকেতসহ ইত্যাদির টিম।