লাকসামে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। নিহত দুজন মোটরসাইকেল আরোহী ছিলেন। এ সময় একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন, লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের শফিকুর রহমানের ছেলে তাবারক উল্লাহ মালু (৪২) ও একই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তরকুল গ্রামের আবু তাহেরের ছেলে মাসুদ (২৮)। গুরুতর আহন হন মাসুকুর রহমান বাবু (২৮)।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার পুলিশ জানায়, তিন যুবক মোটরসাইকেলে করে লাকসাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। ভৈষকোপালিয়া মোড়ে পৌঁছলে নোয়াখালীগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ ও মালু প্রাণ হারান। গুরুতর আহত বাবুকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, একই স্থানে গত বছর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিরাপত্তা খুঁটির আঘাতে মোটরসাইকেল আরোহী দুই যুবক প্রাণ হারান।