সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

টানা ২৪তম বছরে গোলের ধারা অব্যাহত রাখলেন রোনালদো

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২৮ বার পঠিত হয়েছে
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

সৌদি প্রো লিগে (এসপিএল) আল ওখডুদ-এর বিপক্ষে আল নাসরের জয়ে (৩-১) গোল করে নতুন বছরের শুরুটা দারুণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে একটি গোল করে তিনি পেশাদার ফুটবলে টানা ২৪তম বছরে গোলের রেকর্ড গড়লেন।

রোনালদোর করা দলের দ্বিতীয় গোলের পাশাপাশি লিভারপুলের সাবেক তারকা সাদিও মানে জোড়া গোল করেন, যা আল নাসরকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেয়। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ রোনালদো লিখেছেন, ‘সেরা উপায়ে বছর শুরু করলাম।’

২০০২ সালে স্পোর্টিং সিপির হয়ে মরেইরেনসের বিপক্ষে নিজের প্রথম গোল করেছিলেন রোনালদো। সেই থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আল নাসর এবং পর্তুগালের জাতীয় দলের হয়ে ৯০০-র বেশি গোল করেছেন তিনি।

এই জয়ের ফলে আল নাসর পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে, যদিও সমান পয়েন্ট নিয়ে আল কাদসিয়াহও রয়েছে, তবে তারা একটি ম্যাচ কম খেলেছে। স্টেফানো পিওলির দল বর্তমানে লিগের শীর্ষ দল আল ইত্তিহাদের থেকে আট পয়েন্ট পিছিয়ে রয়েছে, যাদের একটি ম্যাচ হাতে রয়েছে।

রোনালদোর এই অসাধারণ পারফরম্যান্স প্রমাণ করে, বয়স শুধুমাত্র একটি সংখ্যা, এবং তিনি এখনও শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর