বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল বলেছেন, আগে জনগণের হাতে ক্ষমতা দিতে হবে, তারপরে সংস্কার হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনা করলে দ্রব্যমূল্য স্বাভাবিক হয়ে যাবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলা সদরের বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, জাতীয় সংগীত ও জাতীয় পতাকার সঙ্গে কোনো আপস নয় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, জাতীয় সংগীত ও জাতীয় পতাকার সঙ্গে কোনো আপস করবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধানকে যারা ছুড়ে ফেলতে চায়, তাদের প্রতিহত করবে বিএনপি। বড়জোর সময়ের প্রয়োজনে সংবিধান সংস্কার করা যেতে পারে।