সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

লন্ডন যাওয়ার আগে মির্জা ফখরুলের কাছে যে বার্তা দিলেন খালেদা জিয়া

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পঠিত হয়েছে

খালেদা জিয়াকে বিদায় দেয়ার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘‘ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে ৬ বছর তাকে আটক করে রাখা হয়েছিলো। এই আটক করে রাখার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। যার ফলে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপরে আমরা বার বার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে অনুরোধ করেছিলাম চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেয়া হোক। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা কোনো কথাতে কর্ণপাত করেননি।”

দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করার পর মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 বিএনপি মহাসচিব আরও বলেন, ‘‘আল্লাহর অশেষ রহমতে ছাত্র–জনতা অভ্যুত্থানে হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে যখন দেশনেত্রী সমস্ত মিথ্যা মামলা থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য তিনি লন্ডনে গেছেন এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি।”

তিনি বলেন, ‘‘আশা করছি, সুচিকিৎসা করে তিনি আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময়ে তিনি আবার বলেছেন, যে, আপনি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে বলবেন যে, তারা আমার জন্য দোয়া করেন। আর আমিও দোয়া চাইছি যে, আল্লাহ তালা যেন এদেশকে এই দেশবাসীকে ভালো রাখেন তাদের কল্যাণ করেন। দেশ যেন ভালো খাকে, গণতন্ত্রকে যেন প্রতিষ্ঠা করা হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন আমরা সবাই মিলে এফোর্ড করি।”

উল্লেখ্য, মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর (শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) থেকে উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে উন্নত চিকিৎসার জন্য লন্ডন সফরের উদ্দেশে মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর