চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ রানের ফুলঝুড়ি যেন থামছেই না। যে টুর্নামেন্টে একসময় ১৩০-১৪০ রানও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর হিসেবে ধরা হতো, সেখানে এখন ২০০ রান করেও জয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। বোলারদের জন্য চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠছে, আর তার অন্যতম কারণ ছোট বাউন্ডারি।
ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালও বিষয়টি স্বীকার করেছেন। গতকাল দুর্বার রাজশাহীর বিপক্ষে ৪৮ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবেই বললেন—বাউন্ডারি আরও বড় হওয়া উচিত।