আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক সোফি মার্টিনেজ অবশেষে মুখ খুললেন লিওনেল মেসির সঙ্গে তার সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে। কিছুদিন ধরে গুঞ্জন চলছিল, ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার তারকা ফুটবলার নাকি স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে প্রতারণা করেছেন মার্টিনেজের সঙ্গে। তবে এ ধরনের খবরকে ‘হাস্যকর’ ও ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন মার্টিনেজ।
আর্জেন্টিনা জাতীয় দলের নিয়মিত কাভারেজের ফলে মার্টিনেজের মেসির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে বহুবার। বিশেষ করে ২০২২ কাতার বিশ্বকাপে তার আবেগঘন সাক্ষাৎকারটি ভাইরাল হওয়ার পর থেকেই মেসির সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। কেউ কেউ বলছেন, আন্তোনেলা রোকুজ্জো নাকি তাদের সম্পর্ক নিয়ে সন্দিহান!
এখনও পর্যন্ত মেসি বা আন্তোনেলা কেউই এই গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। মার্টিনেজ নিজেও বলেছেন, ‘আমি জানি না এসব গুঞ্জনের উৎপত্তি কোথায়।’ তবে তিনি আন্তোনেলার প্রশংসা করে বলেছেন, ‘তিনি যেভাবে এই সমস্ত পাগলামি সামলান, তা সত্যিই প্রশংসনীয়।’
মেসি ও আন্তোনেলা তাদের তিন সন্তানকে নিয়ে এখন ফ্লোরিডায় বসবাস করছেন। ২০২৩ সালে ইউরোপ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়ে নতুন জীবন শুরু করেন মেসি। তার প্রতিটি পদক্ষেপই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, আর তাই এমন গুঞ্জন যে নতুন কিছু নয়, তা হয়তো তারাও ভালোই জানেন।