সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

মেয়ের ধর্ষণের খবরে হার্টঅ্যাটাকে বাবার মৃত্যু

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পঠিত হয়েছে
সংঘবদ্ধ ধর্ষণের গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

মলগঞ্জে এক কিশোরীকে (১৭) অপহরণের পর ধর্ষণের খবর শুনে তার বাবার হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই তরুণীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মুস্তফা মিয়া (৫৭) ও কুমিল্লার জয়নাল মিয়া (৫৮)।

কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ওই কিশোরীকে প্রাইভেটকারে তুলে সিলেটে নিয়ে যায় অপরাধীরা। সেখানে মুস্তফা, জয়নালসহ চার-পাঁচজন তিন দিন ধরে নির্যাতন করে একটি চক্রের কাছে ৩ লাখ টাকায় বিক্রি করে দেয়। চক্রটি নিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী গাড়ি থেকে কৌশলে পালিয়ে একটি স্থানে আশ্রয় নেন। খবর পেয়ে সেখান থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে মেয়েকে অপহরণের কথা শুনে ঘটনার একদিন পর গত ১ জানুয়ারি রাত ৯টার দিকে তার বাবা হার্টঅ্যাটাকে মারা যান।

ভুক্তভোগী কিশোরীর মামা বলেন, ‌মেয়েকে অপহরণের কথা শুনে আমার বোন জামাই হার্টঅ্যাটাকে মারা যান। আমার ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। আমরা সঠিক বিচার দাবি করছি।

কিশোরীর ভাই বলেন, আমরা মামলা করায় আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমার বোনকে বাড়ি থেকে তুলে সংঘবদ্ধ ধর্ষণ করে বিক্রি করতে চেয়েছিল। আমার বোনের অপহরণের কথা শুনে বাবা হার্টঅ্যাটাকে মারা যান।

এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ করে বাকি আসামিদের আটক করা হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর