শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজারকে সহায়তা করছে সরকার : অর্থ উপদেষ্টা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৪১ বার পঠিত হয়েছে
নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : maxtvbd

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য সরকার যথেষ্ট সহায়তা করছে। নিয়ন্ত্রণ সংস্থাকে সাপোর্ট দেওয়া হচ্ছে এবং আইসিবিকে তিন হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে, যা আস্থা পুনর্বহালের উদ্দেশেই করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সভায় দেশের পুঁজিবাজারে চলমান সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বিশ্বের বড় বড় দেশগুলোতে ইন্ডাস্ট্রিগুলোর জন্য লং টার্ম ফাইন্যান্সিং শেয়ারবাজার থেকে আসে। ব্যাংকের টাকা হলো জনগণের জমা করা টাকা, তাই বড় এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে।

তিনি জানান, আজকে আমরা শেয়ারবাজারে সংশ্লিষ্ট সবার সুবিধা-অসুবিধা শুনেছি এবং ইতোমধ্যে কিছু সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, পুঁজিবাজারের পতনের কারণ বাজারে রিফর্মের প্রক্রিয়া চলছে এবং অতীতের মতো কোনো বিশেষ মহলকে সুবিধা দেওয়ার উদ্দেশে পলিসি নেওয়া হচ্ছে না।

আলোচনা সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর