শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

তামিম ঝড়ে জয় দিয়ে সিলেট পর্ব শুরু বরিশালের

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পঠিত হয়েছে
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

রংপুরের কাছে হার দিয়ে ঢাকা পর্ব শেষ করেছিল বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। লক্ষ্য ছিল সিলেট পর্বের শুরুতেই জয়ে ফেরা, সেই কাজটি অনায়েসেই করে ফেলল তামিম ইকবালের দল। আর সে কাজে সামনে থেকে নেতৃত্ব দিলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তামিমের অপরাজিত ৮৬ রানে আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

দুর্দান্ত ব্যাটিংয়ে রাজশাহীর দেওয়া লক্ষ্য সহজেই পার করল ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমের দশম ম্যাচে দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে বরিশাল। কাপ্তান তামিম ইকবালের অপরাজিত ৮৬ রানের ইনিংস দলকে সহজ জয়ে পৌঁছে দেয়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বরিশাল। ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান তোলে রাজশাহী।

দলের হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৩৯ রান করেন অধিনায়ক এনামুল হক বিজয়। এছাড়া ২৭ বলে ৩৮ রান করেন জিশান আলম এবং ২৩ বলে ৩৭ রান করেন ইয়াসির আলি। শেষদিকে আকবর আলির ৯ বলে ১৫ রান স্কোরকে প্রতিদ্বন্দ্বিতামূলক জায়গায় নিয়ে যায়।

বরিশালের হয়ে শাহীন আফ্রিদি ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। এছাড়া ফাহিম আশরাফ ও তানভির ইসলাম ১টি করে উইকেট নেন।

১৬৯ রানের লক্ষ্যে নেমে ১৭.৩ ওভারেই ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল। দলের হয়ে অধিনায়ক তামিম ইকবাল ৪৮ বলে ৮৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ৩টি ছক্কায়।

তামিমের সঙ্গে মুশফিকুর রহিম অপরাজিত থাকেন ৩৪ রানে। বরিশালের ওপেনার প্রিতম কুমার (৩) ও কাইল মেয়ার্স (২৪) দ্রুত ফিরে গেলেও তৌহিদ হৃদয়ের ১৩ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস দলকে সহজ জয় এনে দেয়।

রাজশাহীর হয়ে বল হাতে মোহর শেখ ২টি উইকেট নেন, আর জিশান আলম পান ১টি উইকেট।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর